গোপালগঞ্জে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৮
- আপডেট সময় : ০১:০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ১৪ মে ২০২২
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস-প্রাইভেট কার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৮ জন। এছাড়া মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রাইভেটকার খাদে পড়ে ২ জনের মৃত্যু হয়েছে।
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস, প্রাইভেট কার ও মোটরসাইকেলের সংঘর্ষে সাত জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বেলা ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার মিল্টন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার কাজে অংশ নিয়েছেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গুরুতর আহতদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
এদিকে, আরেক সড়ক দুর্ঘটনায় মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর পুরাবাজারে প্রাইভেটকার খাদে পড়ে ২ জন নিহত হয়েছে। আহত ১ জন। ভোর ৪ টার দিকে পুরাবাজার এলাকায় এসে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের ঢালে খাদে পড়ে পানিতে পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যায় দুই জন। আহত জাহিদকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।