গোপালগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে স্বামী সহিদুল মোল্লাকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত।
গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো: হায়দার আলী খোন্দকার এ রায় দেন। সদর উপজেলার মোচড়া গ্রামের সহিদুল মোল্লার সাথে বিয়ের পর থেকেই লাভলী বেগমকে যৌতুক দাবীতে নির্যাতন করে আসছিলো। লাভলী রাজি না হওয়ায় সহিদুল ২০১৪ সালের ২০ নভেম্বর ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ির পাশে ফাঁকা মাঠের মধ্যে গলায় মাফলার পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। এঘটনায় নিহতের পিতা ছমির গাজী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।