গোপালগঞ্জে সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় তিন আসামীর যাবজ্জীবন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৩২ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কাশিয়ানীতে সোনা মিয়া হত্যাকান্ডের ঘটনায় দীর্ঘ ১৮ বছর পর তিন আসামীকে যাবজ্জীবন কারাদন্ড আদালত।
দুপুরে গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ আব্বাস উদ্দীন এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ফেব্রুয়ারী মাসে সোনা মিয়াকে কুপিয়ে হত্যা করে দন্ডপ্রাপ্ত আসামীরা। এ ঘটনায় ৮ জনকে আসামী করে হত্যা মামলা হয়। দীর্ঘ ১৮ বছর পর মামলার আসামী মোহাম্মদ তোতা মুন্সী, লেবু শেখ ও মোহাম্মদ বাদশা শেখকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। এ মামলার অপর ৫ আসামীকে খালাস দিয়েছে আদালত। যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামীরা পলাতক রয়েছে।