গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে ট্রাকের সাথে মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তানভীর ও বাসেত নামে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে।
পুলিশ জানায়, তিন বন্ধু মোটর সাইকেলে করে সদরের ঘোনাপাড়া থেকে শহরের দিকে আসার সময় খুলনাগামী মালবাহী একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তানভীর নিহত হন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক বাসেতকে মৃত ঘোষণা করেন। নিহত ও আহতরা গোপালগঞ্জ শহরের হাজী লাল মিয়া সিটি কলেজের এইচএসসি ২য় বর্ষের মানবিক বিভাগের শিক্ষার্থী। এদের বাড়ী জেলা শহরের মোহাম্মাদপাড়া ও হীরাবাড়ী রোড এলাকায়।