গোপালগঞ্জ, খুলনা, মেহেরপুর ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত
- আপডেট সময় : ০৫:৩৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৬১৬ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, খুলনা, মেহেরপুর ও সাতক্ষীরায় আলাদা সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছে।
গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও মাটি কাটা গাড়ির সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। পুলিশ জানায়, বাগেরহাটের কাটাখালী থেকে ছেড়ে আসা ঢাকাগামী দিগন্ত পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা স্থানীয় যানের সংঘর্ষে বাসের চালক ও অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়।
কোটালীপাড়ার শুয়াগ্রামে ব্যাটারী চালিত ইজিবাইক থেকে পড়ে আওয়াল খান নামে এক জন ও কাশিয়ানীর পোনায় ঢাকা-খুলনা মহাসড়কে সড়ক দুর্ঘটনায় মারা গেছে একজন।
খুলনায় ট্রাক চাপায় পুলিশের এক এসআই নিহত হয়েছে। পুলিশ সদস্যবাহী সিএনজি চালিত অটোরিক্সাকে দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। আহত এসআইকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতে মারা যান তিনি।
মেহেরপুরে মোটর সাইকেলের ধাক্কায় খাইরুন নেছা নামের এক নারী নিহত হয়েছে।
সাতক্ষীরার কলারোয়ায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে। যশোর-সাতক্ষীরা সড়কের কলারোয়া আলিয়া মাদ্রাসা মোড়ের এই দুর্ঘটনায় আহতরা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন।