গোপালগঞ্জ জেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১ ডিসেম্বর
- আপডেট সময় : ০৩:০৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ নভেম্বর ২০২২
- / ১৯৬৫ বার পড়া হয়েছে
দীর্ঘ ৭ বছর পর ১ ডিসেম্বর হতে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন। এর আগে ৩০ নভেম্বর সদর উপজেলা এবং পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। পদ পেতে কেন্দ্রের সাথে গ্রুপিং-লবিংয়ে ব্যস্ত প্রার্থীরা। ব্যানার আর ফেষ্টুনে ছেয়ে গেছে নগরী। উৎসবের আমেজ জেলা জুড়ে। তবে ত্যাগী আর যোগ্য লোককে নেতৃত্ব দেয়ার দাবী কর্মীদের।
দীর্ঘ ৭ বছর পর অনুষ্ঠিত হচ্ছে যাচ্ছে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে রয়েছে এক ডজনেরও বেশি প্রার্থী। সম্মেলনকে কেন্দ্র করে স্থানীয় পৌর পার্কে করা হয়েছে মঞ্চ। সম্মেলনে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতারা।
সম্মেলনকে কেন্দ্র করে জেলা ও উপজেলা শহরের বিভিন্ন স্থানে টাঙ্গানো হয়েছে ব্যানার-ফেস্টুন। মোড়ে মোড়ে নির্মাণ করা হয়েছে তোড়ন।
আওয়ামী লীগের উপজেলা, পৌর ও জেলা সম্মেলন শেষ করতে সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন, দলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
২০১৫ সালের ১১ নভেম্বর গোপালগঞ্জ জেলা উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। তবে মেয়াদ উর্ত্তীন হলেও করোনার কারনে ২ বছর পিছিয়ে যায় সম্মেলন।