গোপালগঞ্জ, ফেনী ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫২:১৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ১৫৫৪ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ, ফেনী ও মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছে।
পুলিশ জানায়, গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটর সাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে। সকালে বরিশাল থেকে ছেড়ে আসা কাভার্ড ভ্যানের সাথে সিকির বাজার মোড়ে মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটর সাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে মারা যান। আহত নাঈম হাওলাদারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান।
ফেনী-নোয়াখালী আঞ্চলিক সড়কে দাগনভুঞা থানার সামনে সড়কে কর্মরত অবস্থায় ট্রাক চাপায় দুই শ্রমিক নিহত হয়েছে। তারা ফেনী-নোয়াখালী সড়কের উপর ডিভাইডারের কাজ করছিল।
মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা ও জাগীর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।