গোল্ডেন মনিরের সঙ্গে মন্ত্রী-এমপিদের সম্পর্ক খতিয়ে দেখা হচ্ছে : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৭:১৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
গোল্ডেন মনিরের সঙ্গে প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যদের সম্পর্কের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা জানান তিনি। এ সময় কানাডার বহুল আলোচিত বেগমপাড়ার বাংলাদেশী সাহেবদের ধরতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার সকালে সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সম্প্রতি আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেফতার গোল্ডেন মনির প্রসঙ্গে তিনি বলেন, তার মদদদাতাদের খুঁজে বের করতে কাজ করছে সরকার।
এ সময় বিদেশে অর্থপাচার ও কানাডার বেগমপাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ব্যাপারে দুদকের তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া আসন্ন পৌরসভার নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামী ২৮ নভেম্বর স্থানীয় সরকার প্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভায় নির্বাচন কমিশন ঘোষিত ২৫টি পৌর নির্বাচনে দলীয় প্রার্থী চুড়ান্ত করা হবে।