গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় নাইকোর বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছে বাংলাদেশ
- আপডেট সময় : ০৮:৪৬:১১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ১৫৩২ বার পড়া হয়েছে
টেংরাটিলা গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের ঘটনায় কানাডিয়ান বহুজাতিক তেল-গ্যাস কোম্পানি নাইকোর বিরুদ্ধে মামলায় জয়ী হয়েছে বাংলাদেশ। রায়ে নাইকোকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে বিনিয়োগ বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক আদালত-ইকসিড।
রোববার দুপুরে এই রায়ের প্রতিক্রিয়ায় অনলাইন ভিডিও বার্তায় বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ জানান, এ রায়ের ফলে ক্ষতিপূরণ বাবদ বাংলাদেশের এক বিলিয়ন ডলার পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। নাইকোর দাবি করা পাওনা পরিশোধও করতে হবে না বাংলাদেশকে। এছাড়া ব্লক নয় বা কুমিল্লার বাঙ্গুরায় নাইকোর সম্পত্তিও বাংলাদেশ নিয়ে নিতে পারবে। চলতি বছরের সেপ্টেম্বরে এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ সময় মন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জামাত সরকারের দেশের সম্পদ অবৈধভাবে একটি বিদেশি কোম্পানিকে দিয়ে তা নষ্ট করেছে । এই রায়ের ফলে সেটি আবারো প্রমান হয়েছে। ২০০৫ সালের জানুয়ারি ও জুনে টেংরাটিলা গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খননের সময় দুই দফা প্রচণ্ড বিস্ফোরণ ঘটে।