গ্যাসলাইনের উপর কিভাবে মসজিদ হলো তা খতিয়ে দেখা হবে : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৭:০৫:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৪ বার পড়া হয়েছে
গ্যাসের লাইনের উপর কিভাবে মসজিদ নির্মাণের অনুমোদন দেয়া হয়েছে তা খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় সংসদে শোক প্রস্তাবের উপর আলোচনায় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে উল্লেখ করে এ কথা জানান তিনি। এ সময় সারাদেশের মসজিদ নির্মাণ সংক্রান্ত বিষয়াদি যাচাইয়ের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। এছাড়া ২০০৮-এর নির্বাচনে পরাজিতরাই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত ছিলো বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হয় একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন।
শুরুতে সবাইকে অধিবেশনে স্বাগত জানিয়ে সভাপতিণ্ডলীর সদস্য মনোনয়ন নেন স্পিকার। পরে সংসদ সদস্য সাহারা খাতুন ও ইসরাফিল আলম এবং ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মূখার্জীর মৃত্যুতে শোক প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা।
আলোচনায় অংশ নিয়ে প্রথমেই নিহতদের আত্মার শান্তি কামনা করে তাদের স্মৃতিচারণ করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
এ সময় নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনার কারণ অবশ্যই বের করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, যারা ক্ষমতায় আসতে পারেনি তারাই বিডিআর বিদ্রোহের সাথে জড়িত।
অধিবেশনের শেষে শোক প্রস্তাব গ্রহন করার পর দোয়া ও মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ সদস্যরা।