গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্প-কারখানা বন্ধের আশংকা মালিকদের
- আপডেট সময় : ০৯:৪৫:২৪ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
- / ১৫৮৯ বার পড়া হয়েছে
গ্যাস ও বিদ্যুৎ সংকট এভাবে চলতে থাকলে অল্প কিছুদিনের মধ্যেই শিল্প-কারখানা বন্ধ করে দিতে হবে বলে জানিয়েছেন, শিল্প মালিকরা। আর প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, শিল্পের জ্বালানি চাহিদা মেটাতে প্রয়োজনে দিনের বেলা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। তিনি সমস্যা সমাধানে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান। শিল্প প্রতিষ্ঠানে জ্বালানি সংকট নিয়ে রাজধানীতে আয়োজিত আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
শিল্প খাতে জ্বালানি সংকটের প্রভাব নিয়ে রাজধানীর হোটেল ওয়েস্টিনে আলোচনা সভা করে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ-বি.সি.আই। অনুষ্ঠানে শিল্প খাতে সৃষ্ট নেতিবাচক দিকগুলো তুলে ধরেন বক্তারা।
চলমান জ্বালনি ও বিদ্যুত সংকটের কারণে অল্প কিছুদিনের মধ্যেই অনেক শিল্প-কারখানা বন্ধ করতে হবে বলে জানান ব্যবসায়ীরা।
দেশের আর্থ-সামাজিক স্বার্থে যে কোন মূল্যে শিল্প-কারখানা সচল রাখার দাবি জানান ব্যবসায়ী নেতারা।
তেল ও গ্যাসের উপর নির্ভরতা কমিয়ে বিকল্প জ্বালানির উপর জোর দেন বিআইডিএস এর মহাপরিচালক।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, শিল্পের স্বার্থে বিদ্যুত ব্যবহার সমন্বয় করতে হচ্ছে। তবে শিগগিরই এর কোন সমাধান হচ্ছে না।
দেশের বিদ্যমান রিজার্ভ দিয়ে আগামী ছয় মাসেরও জ্বালানি চাহিদা মেটানো সম্ভব নয় বলে জানান, প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা।