গ্যাস সংকটে ১ মাস বন্ধ যমুনা সার কারখানা
- আপডেট সময় : ০৬:৫২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
- / ১৬১৯ বার পড়া হয়েছে
গ্যাস সংকটে ১ মাস ধরে বন্ধ দেশের বৃহত্তম ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান- যমুনা সার কারখানা। ফলে উত্তরাঞ্চলের ১৬ জেলাসহ দেশের ২১ জেলার সারের চাহিদা মেটাতে নির্ভর করতে হচ্ছে বিদেশ থেকে আমদানীকৃত ইউরিয়ার উপর। এতে কয়েকগুণ বেশি টাকায় বিদেশ থেকে সার আমদানি করতে হচ্ছে সরকারকে। গ্যাস সংকট তীব্র হওয়ায় কবে নাগাদ কারখানা উৎপাদনে যাবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
জামালপুরের সরিষাবাড়ির তারাকান্দিতে ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয় দেশের সর্ববৃহৎ দানাদার ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান- যমুনা সার কারখানা। গ্যাস সঙ্কটে গত ২১ জুন বন্ধ করে দেয়া হয় যমুনা সার কারখানার উৎপাদন। কারখানা বন্ধ থাকায় বেকার হয়ে পড়েছে শত শত শ্রমিক-কর্মচারি ও পরিবহন চালক।
দীর্ঘ সময়বন্ধ থাকলে সামনের বোরো-আমন মৌসুমে কারখানা কমান্ডিং এ্যারিয়ায় কৃত্রিম সার সঙ্কটের আশঙ্কা করছেন সার ব্যবসায়ীরা।
যমুনা সার কারখানা কর্তৃপক্ষ বলছে- গ্যাস সংকট ও লোডশেডিং এর কারণে বন্ধ রয়েছে উৎপাদন। নিয়মিত গ্যাস সরবরাহ করা হলেই আবারো উৎপাদন শুরু হবে।
সরকার চাইলে যমুনা সার কারখানাকে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ করতে পারে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
১৭০০ মেট্রিক টন উৎপাদন ক্ষমতার যমুনা ইউরিয়া সার কারখানায় প্রতিদিন গ্যাসের প্রয়োজন ৪৫ মিলিয়ন ঘন ফুট