গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ মার্চ ২০২২
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
রাজধানীর বাড্ডায় একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে দুই শিশু রয়েছে।
দগ্ধ সাইদের ৯৮ শতাংশ, রেখার ৩০, সাফার ১১ ও সাফিয়ানের ২৫ শতাংশ পুড়ে গেছে বলে জানান চিকিৎসকরা। বুধবার ভোর পৌনে ৪টার দিকে বেরাইদ পূর্বপাড়ায় তৃতীয় তলার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। দগ্ধ আবু সাইদের স্বজন জানান, সাইদ পরিবার নিয়ে ওই বাড়ির তৃতীয় তলাতে থাকেন। রাতের খাবার খেয়ে তারা ঘুমিয়ে পড়েন। ভোর পৌনে ৪টার দিকে হঠাৎ রান্নাঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এরপরেই আগুন বাড়িতে ছড়িয়ে পড়ে। আশপাশের লোকজন ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে বারিধারা ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে চেষ্টা চালিয়ে ভোর সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।