গ্রস আইলেট টেস্টে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৬ জুন ২০২২
- / ১৫৮৮ বার পড়া হয়েছে
গ্রস আইলেট টেস্টে বড় সংগ্রহের পথে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ১০৬ রানে এগিয়ে ক্যারিবিওরা।
১৬৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনে মাঠে নামে ওয়েস্ট ইন্ডিজ। ক্রেইগ ব্র্যাথওয়েট ৩০ এবং জন ক্যাম্পবেল ৩২ রানে অপরাজিত থেকে শুরু করে দ্বিতীয় দিনের খেলা। শুরু থেকে স্বাছন্দে খেলতে থাকে এই দুই ব্যাটার। তবে দুজনের ১০০ রানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন শরিফুল ইসলাম। ৭৯ বলে ৪৫ রানে সাজঘরে ফেরেন ক্যাম্পবেল। ৫১ রানে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটকে আউট করেন মেহেদী হাসান মিরাজ। এরপর নক্রুমা বোনারকে শুন্য রানে ফিরিয়ে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় বাংলাদেশ। তবে কাইল মেয়ার্সের দুর্দান্ত শতকে ৫ উইকেটে ৩৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা।