গ্রামীণ টেলিকমের সহসভাপতি মাইনুল ইসলাম গ্রেফতার
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৫৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২৮ অগাস্ট ২০২২
- / ১৫৬৪ বার পড়া হয়েছে
গ্রামীণ টেলিকম শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সহ-সভাপতি মাইনুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। কুমিল্লা থেকে গ্রেফতারের সময় তার কাছ থেকে ১ কোটি ৭০ লক্ষ টাকার চেক উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ডিবির প্রধান হারুন অর রশিদ জানান, গ্রামীন টেলিকম শ্রমিক কর্মচারি ইউনিয়নের অর্থ জালিয়াতির দায় এড়াতে পারে না প্রতিষ্ঠানের এমডি। এর আগে ইউনিয়নের আরো দুই শীর্ষ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রামীন টেলিকম প্রতিষ্ঠানটিকে অলাভজনক দাবি করে বিভিন্ন সময়ে শ্রমিক ছাটাই করে কর্তৃপক্ষ। এর ফলে শ্রমিকরা ১’শ ৯০টি মামলা দায়ের করেন। এক পর্যায়ে টেলিকম ও ইউনিয়নের শীর্ষস্থানীয় কর্মকর্তা ও নেতাদের যোগসাজশে ৪’শ ৩৭ কোটি টাকা সরিয়ে নেয়া হয়।