গ্রাহকদের কাছে অর্ধশত ফ্ল্যাট হস্তান্তর করেছে ইনটেক প্রোপার্টিজ লিমিটেড

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১১ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
গ্রাহকদের কাছে অর্ধশত ফ্ল্যাট হস্তান্তর করেছে আবাসন শিল্পের সুপরিচিত প্রতিষ্ঠান- ইনটেক প্রোপার্টিজ লিমিটেড। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার ধানমণ্ডির একটি রেষ্টুরেন্টে আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে গ্রাহকদের কাছে এই হস্তান্তর পর্ব সম্পন্ন করে প্রতিষ্ঠানটি।
এ সময় দারুস সালাম ফুরফুরা শরীফ রোড ও কল্যাণপুরে ইনটেক প্রোপ্রার্টিজ কর্তৃক নির্মিত রেডি ফ্ল্যাটসমূহ গ্রাহকদের কাছে বুঝিয়ে দেয়া হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনটেক প্রোপ্রার্টিজ লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ আশরাফ উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ফখরুল ইসলাম, ডিরেক্টর প্ল্যানিং ইঞ্জিনিয়ার শাহ আলম ভূইয়াসহ ল্যান্ডওনার ও গ্রাহকরা।