গ্রিসের সঙ্গে সৃষ্ট উত্তেজনায় প্রেসিডেন্ট এরদোয়ানের হুঁশিয়ারি
- আপডেট সময় : ০৮:৩৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২০
- / ১৫২৫ বার পড়া হয়েছে
তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তার দেশের ওপর যে অনৈতিক মানচিত্র চাপিয়ে দেয়া হয়েছে সেটি ছিঁড়ে ফেলার ক্ষমতা আঙ্কারার রয়েছে। ভূ-মধ্যসাগরে তেল-গ্যাস অনুসন্ধান নিয়ে গ্রিসের সঙ্গে সৃষ্ট উত্তেজনার জেরে এমন হুঁশিয়ারি উচ্চারণ করলেন তিনি।
গজটেপ শহরে এক অনুষ্ঠানে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, রাজনীতি ও কূটনীতির ভাষা না বুঝলে গ্রিসকে চরম মূল্য দিতে হবে। যে অনৈতিক মানচিত্র ও দলিল তারা দেখাচ্ছে, তা ছিঁড়ে ফেলার মতো প্রয়োজনীয় রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক শক্তি তুরস্কের রয়েছে। তিনি বলেন, আঙ্কারা সব সময়ই আলোচনার জন্য প্রস্তুত রয়েছে। আলোচনার ব্যাপারে তুরস্কের যথেষ্ট আন্তরিকতা রয়েছে। কিন্তু মুশকিল হলো তারা তুরস্কের অধিকারই স্বীকার করে না। এরদোয়ান বলেন, আলোচনায় না বসলে বেদনাদায়ক অভিজ্ঞতার জন্য গ্রিসকে প্রস্তুত থাকতে হবে। যে কোনও পরিস্থিতির মুখোমুখি হওয়ার প্রস্তুতি তুরস্কের রয়েছে।এদিকে ভূমধ্যসাগরে তার্কিশ রিপাবলিক অব নর্দার্ন সাইপ্রাসের সঙ্গে পাঁচ দিনব্যাপী যৌথ সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।