গ্রীন ডটের ডিলার মিট ২০২৫: উদ্ভাবনে নতুন দিগন্ত
- আপডেট সময় : ০৩:৪২:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
- / ১৫০৯ বার পড়া হয়েছে
বিশ্বাসে বন্ধনে সফলতার যাত্রায় ‘ডিলার মিট ২০২৫ আয়োজন করেছে দেশের শীর্ষস্থানীয় ওয়াটার পিউরিফায়ার এবং অ্যাক্সেসরিজ প্রস্তুতকারী প্রতিষ্ঠান গ্রীন ডট লিমিটেড। গত ১৭ জানুয়ারি গ্রীন ডট লিমিটেডের সাভার, ঢাকাস্থ ফ্যাক্টরিতে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে এই ডিলার মিট অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানে সারা দেশের তিন শতাধিক ব্যবসায়ী অংশগ্রহণ করেন। তারা ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত উন্নতমানের পণ্য সম্পর্কে তাদের মতামত জানান এবং পণ্যগুলোকে আরও জনপ্রিয় করে তুলতে তাদের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ডিলার মিট প্রোগ্রামে আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় ZI ওয়াটার ট্যাংক, HDP পাইপ এবং FRP ভেসেল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ডট লিমিটেডের চেয়ারম্যান এবিএম জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘আমরা আমাদের উৎপাদিত পণ্যগুলোর মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখছি। ZI ওয়াটার ট্যাংক সম্পূর্ণ ফুডগ্রেড ম্যাটেরিয়ালস দিয়ে তৈরি, যা গ্রাহকদের জন্য নিরাপদ। এছাড়া আমরা আমদানি নির্ভরতা কমিয়ে স্থানীয় শিল্পকে শক্তিশালী করতে বদ্ধপরিকর।’
গ্রীন ডট লিমিটেডের পরিচালক নার্গিস সুলতানা, এক্সিকিউটিভ ডিরেক্টর (অ্যাকাউন্টস ও ফাইন্যান্স) আবু ওসমান সিদ্দিকী এবং অপারেশন এক্সিকিউটিভ ডিরেক্টর মাজেদুল ইসলামসহ অন্যান্য শীর্ষস্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা গ্রীন ডট লিমিটেডের পণ্যের গুণগত মান ও সর্বোচ্চ সেবার নিশ্চয়তা নিয়ে আলোচনা করেন।
এই ডিলার মিটে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা গ্রীন ডট লিমিটেডকে বাংলাদেশের গর্ব হিসেবে অভিহিত করেন এবং পণ্যের বাজার সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।