গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দু’ সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১
- / ১৫৪৬ বার পড়া হয়েছে
গ্লাসগো, লন্ডন ও প্যারিসে দু’ সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল ৭টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
এর আগে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টা ২০ মিনিটে প্যারিস ত্যাগ করেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে গার্ড অব অনার দেয়া হয়।
যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে প্রধানমন্ত্রী গত ৩১ অক্টোবর গ্লাসগো পৌঁছেন। গ্লাসগোতে তিনি কপ২৬ শীর্ষ সম্মেলন ও অন্যান্য অনুষ্ঠানে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেন। সেখানে অবস্থানকালে ১ নভেম্বর, প্রধানমন্ত্রী স্কটিশ ইভেন্ট ক্যাম্পাসের কমনওয়েলথ প্যাভিলিয়নে ‘সিভিএফ-কমনওয়েলথ হাই-লেভেল প্যানেল ডিসকাসনে অন ক্লাইমেট প্রসপারিটি পার্টনারশিপ’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেন