ঘটনাবহুল ৭ নভেম্বর আজ
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৬৯০ বার পড়া হয়েছে
ঘটনাবহুল ৭ নভেম্বর আজ। ১৯৭৫ সালের শেষ দিকে দ্রুত রাজনৈতিক উত্থান-পতনের ঘটনাবলির মধ্যে এদিন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ক্ষমতা সংহত করেন।
বিএনপির মতে, পঁচাত্তর সালের এই দিনে আধিপত্যবাদী শক্তির নীলনকশা প্রতিহত করে স্বাধীনতা-সার্বভৌমত্বকে রক্ষা করেছিল সিপাহী-জনতা। দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে বিএনপি। তবে জাসদ ‘সিপাহী-জনতার অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করে আসছে। বিএনপি মনে করে, সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রান্তিকালে শক্ত হাতে দেশ পরিচালনা করেছেন। প্রতি বছর ব্যাপক আয়োজনের মাধ্যমে দিনটিকে স্মরণ করে বিএনপি। তবে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এবার কোনো কর্মসূচি পালন করছে না দলটি।