ঘনকুয়াশায় নষ্ট হচ্ছে দিনাজপুরের আমন বীজতলা
- আপডেট সময় : ০১:৪৮:৫৩ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০২৩
- / ১৬২৫ বার পড়া হয়েছে
তীব্র শীত আর ঘনকুয়াশায় হলদে হয়ে নষ্ট হচ্ছে দিনাজপুরের প্রায় ৯ হাজার হেক্টর জমির আমন বীজতলা।একইসঙ্গে বিরুপ আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছে সরিষা আলু লাউসহ বিভিন্ন সবজির ক্ষেত। তবে বীজতলায় পলিথিনের ব্যবহার করে সুরক্ষা দেয়ার কথা বলছে কৃষি বিভাগ।
আর কিছুদিন পরেই রোপা আমনের ক্ষেতে ভরে যাবে পুরো এই মাঠ। কিন্তু এরই মধ্যে চিন্তার ভাঁজ পড়েছে কৃষকের কপালে। প্রচন্ড শীত আর কুয়াশায় হলুদ রং ধারণ করে মরে যাচ্ছে বীজতলাগুলো ।
শুধু বীজতলা নয়, প্রচন্ড শীত আর কুয়াশায় নষ্ট হচ্ছে লাউ আলু সরিষা সহ বিভিন্ন সবজির ক্ষেত।
বীজতলা রক্ষায় পলিথিন দিয়ে ঢেকে রাখার পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষির প্রসারণ অধিদপ্তর। সেইসাথে সবজি ক্ষেত সঠিকভাবে পরিচর্যা সহ পরিমিত পরিমাণ সার ব্যবহার কথা বলছেন প্রতিষ্ঠানটির অতিরিক্ত উপ-পরিচালক ।
সট :মোহাম্মদ খালেদুর রহমান, অতিরিক্ত উপ-পরিচালক,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, দিনাজপুর(ফোনো)
জেলায় এবার ২ লাখ ৬০ হাজার ৮’শ৩২ হেক্টর আমন ধান রোপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ।