ঘন কুয়াশায় দেশের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত

- আপডেট সময় : ১০:৪১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
তীব্র শীতে সুর্যের দেখা মিললেও ঘন কুয়াশায় দেশের উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন জেলায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।
গাইবান্ধায় তাপমাত্রা কিছুটা বাড়লেও স্বাভাবিক হয়নি জেলার ব্রক্ষপুত্র, তিস্তা ও ঘাঘট নদী চরের জন জীবন। তীব্র শীতে দুর্ভোগে পড়েছে ছিন্নমুল ও চরাঞ্চলের মানুষ।
নড়াইলে আবারও শীতের তীব্রতা বেড়েছে। সকালে মাত্রমাত্রা নেমেছে ১১ডিগ্রী সেলসিয়াসে। শীত বেড়ে যাওয়ায় বৃদ্ধদের কষ্ট আরো বেড়েছে। এদিকে, কুয়াশা বেড়ে যাওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে।
সাতক্ষীরায় কনকনে শীত ও বৃষ্টিতে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিশেষ করে শিশু-বৃদ্ধ ও হতদরিদ্র নিম্ন আয়ের মানুষজনের আয়-রোজগারের ক্ষেত্রেও পড়েছে বিরূপ প্রভাব।
পঞ্চগড়ে শীতার্তদের মাঝে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান ব্লাড কানেকশন শীতবস্ত্র বিতরণ করেছে। সদর উপজেলার শিকারপুর এলাকায় প্রায় ছয় শতাধিক দরিদ্র মানুষের হাতে কম্বল ও সোয়েটার তুলে দেন জেলা প্রশাসক।