ঘরছাড়া ৫০ জনের মধ্যে আরও তিনজনসহ মোট ৫ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৩২:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অক্টোবর ২০২২
- / ১৫৭৫ বার পড়া হয়েছে
ঘরছাড়া ৫০ জনের মধ্যে আরও তিনজনসহ ৫ জনকে রাজধানীর যাত্রাবাড়ি ও কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে রেব। এসময় তাদের কাছ থেকে উগ্রবাদী লিফলেট, উগ্রবাদী পুস্তিকা ও কিছু ব্যাগ উদ্ধার করা হয়েছে। রেবের দাবি, গ্রেফতারকৃতরা, জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া নামে জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত।
সারাদেশে দু’বছরে তথাকথিত হিজরতের নামে বাড়ি ছাড়া ৫০ জনের মধ্যে ৩৮ জনের পরিচয় পেয়েছে রেব। তারাসহ আরো অনেক সদস্য নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়া’য় যোগ দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে পার্বাত্য এলাকায়।
দুপুরে রাজধানীর কাওরান বাজারে রেব মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনেেআইন ও গণমাধ্যম পরিচালক জানান, ঘর পালানো তিনজনসহ জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
তিনি জানান, গ্রেফতার হওয়া হাবিব্বুল্লার জঙ্গী সংগঠনের অর্থ সরবরাহের পাশাপাশি নতুন সদস্যদের প্রশিক্ষণ দিতো।
নতুন সংঠনিটির নেতৃত্বে কারা সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি আইনশৃখহলা বাহিনী বলেও জানান কমান্ডার খন্দকার আল মঈন।