ঘরবন্দী মানুষের জন্য স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে মানিকগঞ্জে ছাত্রলীগের ভ্রাম্যমাণ বাজার চালু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২০
- / ১৬৪৪ বার পড়া হয়েছে
ঘরবন্দী মানুষের জন্য স্বাস্থ্যমন্ত্রীর পক্ষে মানিকগঞ্জে ছাত্রলীগের ভ্রাম্যমাণ বাজার চালু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের পক্ষে মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সম্পাদক ওমায়ের হোসেন রেড জোন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে বাজার পৌছে দিচ্ছেন। সাটুরিয়া উপজেলার ধানকোড়া এলাকায় রেড জোন থাকায় সব বাজার বন্ধ রয়েছে। তাই ওমায়ের হোসেনের ব্যাক্তিগত অর্থায়নে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী নিয়ে ভ্রাম্যমাণ বাজার ছাত্র লীগের কর্মীদের নিয়ে ক্রয় মূল্যে বিক্রি করছেন। তার এ বাজার রেড জোন থাকা পর্যন্ত প্রতিদিন সকাল ৭টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত এ সেবা দিয়েছে আসছে।