ঘরের মাঠে ৫-১ গোলে প্লজেনকে হারিয়েছে বার্সা
- আপডেট সময় : ০৩:২৬:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৪৯ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে বার্সেলোনা, নাপোলি, বায়ার্ন মিউনিখ ও টটেনহাম। বার্সা ঘরের মাঠে ৫-১ গোলে হারিয়েছে প্লজেনকে। নাপোলির কাছে ৪-১ গোলে হেরেছে লিভারপুল। ও মিলান ২-০ গোলে হেরেছে বায়ার্ন মিউনিখের বিপক্ষে।
ক্যাম্প ন্যুতে ম্যাচের শুরু থেকেই আক্রমনাত্নক ছিল বার্সেলোনা। ১৩ মিনিটে কেসিয়ের গোলে লিড নেয় স্বাগতিকরা। এরপর ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লেভানদোভস্কি। ৪৪ মিনিটে ব্যবধান কমায় সফরকারীরা। গোল করেন ইয়ান সিকোরা। প্রথমার্ধের অতিরিক্ত করা সময়ে আবার দলকে এগিয়ে নেন লেভানদোভস্কি। । ৬৭ মিনেটে হ্যাটট্রিকের করেন এই পোলিশ তারকা। ৭১ মিনিটে তরেসের গোলে ৫-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাভি হার্নান্দেজ শিষ্যরা। আরেক ম্যাচে লিভারপুলের বিপক্ষে ৫ মিনিটে পেনাল্টি গোলে এগিয়ে যায় স্বাগতিক নাপোলি । ৩১ মিনিটেই ব্যবধান দ্বিগুণ করে নাপোলি। গোল করেন আন্দ্রে জাম্বো। ৪৪ মিনিটে আবারও গোল করে নাপোলি। দ্বিতীয়ার্ধের শুরুতেই নাপোলিকে চতুর্থ গোল এনে দেন পিওতর জিয়েলেনস্কি। দুই মিনিট পর লুইস দিয়াসের গোলে ব্যবধান কমায় লিভারপুল। বাকি সময়ে আর গোল না হলে হার নিয়ে মাঠ ছাড়তে হয় অলরেডদের।