ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ, হঠাৎ তাপমাত্রার তারতম্য ছড়াচ্ছে ভাইরাস
- আপডেট সময় : ০২:১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৬১০ বার পড়া হয়েছে
ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে আক্রান্ত মানুষ। চিকিৎসকরা বলছেন, ভ্যাপসা গরমের পর হঠাৎ বৃষ্টিতে সাময়িক ঠাণ্ডায় তাপমাত্রার এমন তারতম্য জীবাণুর পক্ষে আদর্শ। তাই প্রাক-বর্ষায় বাড়ছে সর্দি-কাশি-জ্বরের মতো মৌসুমী রোগ। জ্বর হলেই আতঙ্কিত না হয়ে পরামর্শ নিতে বলছেন চিকিৎসকরা, সাথে করোনার স্বাস্থ্যবিধি মেনেও সতর্ক থাকার পরামর্শ তাদের।
তিন বছরের রাহার জ্বর ছিল টানা ৫ দিন। সঙ্গে সর্দি-কাশি। হঠাৎ করেই তাপমাত্রা ছাড়াতো ১০২ ডিগ্রি। পাঁচ দিনে শিশুটির ওজন কমেছে এক কেজিরও বেশি। রাজধানীর কাওলার বাসিন্দা তামান্না আক্তারের এই শিশুকন্যাকে চিকিৎসকের কাছে নেয়ার পর দেয়া হয় করোনা টেস্ট। পরীক্ষার ফল নেগেটিভ আসলে চিকিৎসকের পরামর্শে ওষুধ খাওয়ানোর পর জ্বর কমলেও রয়ে গেছে কাশি।
তামান্না আক্তার আরো জানান, তার মেয়ের সাথে জ্বরে আক্রান্ত হয়েছেন স্বামীও। চিকিৎসক জানিয়েছেন, ৫ দিন পর কমবে।
তামান্না আক্তারের পরিবারের মতো ঢাকাসহ সারাদেশের অধিকাংশ ঘরেই এখন চলছে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ।
চিকিৎসা কেন্দ্রগুলোতে রোগীরা আসছেন জ্বর-সর্দি-কাশির সাথে গায়ে ব্যথা নিয়ে।
চিকিৎসকরা বলছেন, দেশজুড়ে দিন-রাতের তাপমাত্রার ওঠানামায় এমন পরিস্থিতি। এজন্য শিশু থেকে বৃদ্ধ সবাই জ্বরে আক্রান্ত হচ্ছে।
চিকিৎসকরা বলছেন, জ্বর সেরে গেলেও শুকনো কাশির সাথে অনেকের গলাব্যথাও হচ্ছে। রয়েছে করোনার ঝুঁকিও। এক্ষেত্রে আতঙ্কিত না হয়ে চিকিৎসদের পরামর্শ নিতে বলছেন তারা।