ঘরে বসেই ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন নাগরিকরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩২:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুন ২০২১
- / ১৫২৬ বার পড়া হয়েছে
প্রযুক্তি নির্ভর আধুনিক ও টেকসই ভূমি রাজস্ব বিষয়ক বিচারিক ব্যবস্থা গড়ে তুলতেই ভূমি সংক্রান্ত আদালতগুলোর বিচারিক কাজে অনলাইন শুনানি চালু করেছে সরকার। ফলে দক্ষ, স্বচ্ছ, জবাবদিহি ও জনবান্ধব ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে এবার ঘরে বসেই ভূমি মামলার শুনানিতে অংশ নিতে পারবেন নাগরিকরা।
ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে শুনানি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। মন্ত্রী আরো বলেন, মানুষের হয়রানি ও ভোগান্তি কমানোর পাশাপাশি সময় সাশ্রয় করতে এই সেবা চালু করা হয়েছে। এতে করে বিচারিক সেবা আরও সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছাবে বলে জানান তিনি। পার্বত্য তিন জেলা ব্যতীত ৬১ জেলায় এ সেবা পাবে জনগণ।