ঘুষের টাকা না দিলে মামলার ভয় দেখান মাদারীপুরে আয়কর কর্মকর্তারা
- আপডেট সময় : ০২:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ৬ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৫৫ বার পড়া হয়েছে
ঘুষ নিয়েও সেবা দেয়া হচ্ছে মাদারীপুর আয়কর অফিসে। চাহিদামত ঘুষের টাকা না দিলে মামলার ভয় দেখান কর্মকর্তারা। বহুদিন ধরে চলা এই অরাজকতার কোন প্রতিকার নেই। ঘুষের এই অর্থ আপ্যায়ন খরচ বলে জানাচ্ছেন অভিযুক্তরা। তাদের এই আচরণে ক্ষুব্ধ ভূক্তভোগিরা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস সহকারি কর কমিশনারের।
মাদারীপুরের রাজৈরে নয়াকান্দির কৃষক দুলাল দন্ডল। জমি দলিল করতে বাধ্যতামূলক লাগবে আয়কর সনদ। সেবা নিতে যান উপকর কশিনারের মাদারীপুরের কার্যালয়ে। সেবার বিনিময়ে দুই হাজার টাকা দাবি করেন অফিসের কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান। পরে বাধ্য হয়ে অর্থ দিতে হয়। নিতে হয় সেবা। টাকা না দিলে মামলাসহ বিভিন্ন প্রকার ভয় দেখান অফিসের কর্মচারী ও কর্মকর্তারা।
বিষয়টিকে ঘুষ নয়, অফিসের চা খরচ হিসেবে দেখছেন অভিযুক্ত মনিরুজ্জামান। দাবি করেন, কাজের বিনিময়ে নিয়েছেন অর্থ। যদিও লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছেন সহকারি কর কমিশনার।
হয়রানি ও ভোগান্তি মুক্ত সেবা প্রদানের দাবি জানিয়েছেন সচেতন মহল।
জেলায় নিবন্ধিত করদাতা ৪৮ হাজার থাকলে কর দেন ১১ হাজার। ২০২২-২০২৩ অর্থবছরে কর আদায় হয়েছে ১১০ কোটি ৯৫ লাখ টাকা।