কাস্টমস ও সরকারি কর্মকর্তারা ঘুষ নেয়া বন্ধ করলে শ্রমিকদের বেতন বাড়াতে আগ্রহী বিজিএমইএ
- আপডেট সময় : ০৬:৩৯:১৬ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
- / ৪৪৭৮ বার পড়া হয়েছে
পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কারখানায় আগুন দেয়ার ঘটনায় উদ্বেগ জানিয়েছে শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। মালিকরা অভিযোগ করেন, কাস্টমস থেকে শুরু করে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা ঘুষ নেয়া বন্ধ করলে শ্রমিকদের বেতন বাড়াতে আগ্রহী তারা। তবে এই সংকটের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন বিজিএমইএর একাধিক সদস্য। বিজিএমইএর সভাপতি ফারুক হাসান জানান, উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দ্রুত সংকট নিরসনে যৌথ ভাবে আলোচনা চলছে।
বেতন বৃদ্ধির দাবিতে চলমান শ্রমিক আন্দোলন ও কারখানায় আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ায় উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে জরুরি সভার আয়োজন করে বিজিএমইএ ।সভায় বক্তারা পোশাক শিল্পের পরিস্থিতিতে ক্ষোভ জানান । তারা বলেন, কাস্টমস ও সরকারি কর্মকর্তারা হয়রিন বন্ধ করলে বেতন বাড়াতে আগ্রহী পোশাক শিল্পের মালিকরা।
বর্তমান পরিস্থিতিতে কারখানা বন্ধের প্রস্তাব জানান মালিকদের অনেকে ।
চলমান এই সংকটের জন্য বিরোধী রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন বিজিএমইএর একাধিক সদস্য।
পরিস্থিতি মোকাবিলায় সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত কারখানা আইন অনুযায়ী বন্ধ রাখার পরামর্শ দেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।
যারা উস্কানি দিচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন ফারুক হাসান।