ঘুষ লেনদেন মামলায় রায়ে পুলিশের বরখাস্ত ডিআইজি মিজানের ৩ বছর কারাদণ্ড
- আপডেট সময় : ০২:৩৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৩ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
ঘুষ লেনদেনের মামলায় পৃথক দুটি ধারায় দুর্নীতি দমন কমিশনের বরখাস্ত হওয়া পরিচালক খন্দকার এনামুল বাছিরকে ৮ বছরের কারাদণ্ড ও ৮০ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় পুলিশের সাবেক ডিআইজি মিজানুর রহমানকে ৩ বছরের কারাদণ্ড দেয়া হয়। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম এ রায় ঘোষনা করেন।
এনামুল বাছিরকে দণ্ডবিধি আইনের ১৬১ ধারায় ৩ বছর ও মানি লন্ডারিং আইনে ধারায় ৫ বছর মোট ৮ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। দুইটি ধারায় শাস্তি একসঙ্গে চলবে বলে আদালত আদেশে উল্লেখ করেন। ফলে বাছিরকে ৫ বছর সাজা ভোগ করতে হবে। রায় পড়ার সময় মামলার দুই আসামী মিজান ও বাছির কাঠগড়ায় উপস্থিত ছিলেন । ২০১৯ সালের ১৬ জুলাই দুদক পরিচালক ও অনুসন্ধান টিমের দলনেতা শেখ মো. ফানাফিল্লাহ মানি লন্ডারিং আইনে মামলাটি দায়ের করেন। একই বছর ২২ জুলাই এনামুল বাছিরকে গ্রেপ্তার করে দুদকের একটি দল। অপরদিকে দুর্নীতির মামলায় গ্রেপ্তার ডিআইজি মিজানকে এই মামলায়ও গ্রেপ্তার দেখানো হয়েছিল।