ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪
- / ১৮৪৮ বার পড়া হয়েছে
আবহাওয়া অধিদফতর জানিয়েছে– ঘূর্ণিঝড় ‘রিমাল’ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে, বিকেল নাগাদ এটি বাংলাদেশের ভূখণ্ড ত্যাগ করে ভারতের আসাম অঞ্চলে চলে যাবে। সকালে আগারগাঁও আবহাওয়া অধিদফতরে এক ব্রিফিংয়ে আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, উপকূলীয় এলাকা এখনও অশান্ত। সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত থাকবে। ধীরে ধীরে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। সিলেট, কুমিল্লা, ময়মনসিংহ অঞ্চলে আজ ও কাল বৃষ্টি হবে বলে জানান তিনি। আগামী কয়েকদিনে তাপমাত্রা বাড়বে, তবে তাপপ্রবাহ হবে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান।