ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ১৪
- আপডেট সময় : ০১:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বয়ে যাওয়া ঘূর্ণিঝড় ‘ইউনিসে’ লণ্ডভণ্ড জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের স্থাপনাসহ অনেক কিছু। ঘূর্ণিঝড়ে ইউরোপে এখন পর্যন্ত প্রাণহানি ঘটেছে ১৪ জনের। এছাড়াও আহত হয়েছেন অন্তত ২০ জন।
শনিবার জার্মানিসহ প্রতিবেশী দেশ নেদারল্যান্ডস ও পোল্যান্ডের উপর দিয়ে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। ইউনিসের তান্ডব থেমে গেলেও ঘন্টায় সর্বোচ্চ ১৬০ কি.মি বেগের ঘূর্ণিঝড় কেড়ে নিয়েছে বেশ কয়েকটি প্রাণ। মৃতদের মধ্যে জার্মানির ৩ জন রয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। জার্মান দূর্যোগ মোকাবিলা মন্ত্রণালয় জানিয়েছে, ঘূর্ণিঝড় ইউনিসের কারণে বিধ্বস্ত হয়েছে অসংখ্য বাড়িঘর। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটসহ বাজার ও সুপারমার্কেট। জলোচ্ছ্বাসে ডুবে গেছে বন্দরনগরী হামবুর্গের বেশ কয়েকটি মার্কেট। প্রায় ৯০ কোটি ইউরো ক্ষতির বিষয়টি নিশ্চিত করেছে দেশটির প্রশাসন। ঝড়ের কারণে চারশরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। ফলে লন্ডনের গুরুত্বপূর্ণ বিমান বন্দরগুলোতে সব মিলিয়ে দুই লাখ মানুষ আটকে পড়েন।