ঘূর্ণিঝড় ইউনিসের আশঙ্কায় যুক্তরাজ্যে রেড অ্যালার্ট
এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:৩২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় ইউনিসের আশঙ্কায় রেড অ্যালার্ট জারি করা হয়েছে যুক্তরাজ্যে। ঘণ্টায় ১শ’ কিলোমিটার বেগে বয়ে যেতে পারে ঘূর্ণিঝড়টি।
আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে দেশটির উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের দক্ষিণে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সকাল ৭টা থেকে দুপুর ১২টার মধ্যে দেশটির উপকূলীয় অঞ্চল ডেভন, কর্নওয়াল এবং ওয়েলসের দক্ষিণে শক্তিশালী ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইউনিসের প্রভাবে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় প্রাণহানি, ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি এবং বিদ্যুতের লাইন বিচ্ছিন্নের সম্ভাবনা রয়েছে। বাড়তি সতর্কতা হিসেবে শুক্রবার ওয়েলসের সব ট্রেন সিডিউল স্থগিত করে নাগরিকদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অফিস।