ঘূর্ণিঝড় জাওয়াদ রোববার সকালে উড়িষ্যার পুরী উপকূলে আঘাত হানতে পারে

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২২:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ ডিসেম্বর ২০২১
- / ১৫৯৮ বার পড়া হয়েছে
আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে উপকূলের কাছে এগিয়ে আসছে ঘূর্ণিঝড়- জাওয়াদ। ঝড়ের কেন্দ্রে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার।
কাল রোববার সকালে ভারতের উড়িষ্যার পুরী উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। সাগর উত্তাল থাকায় দেশের ৪ সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে নদীবন্দরগুলোকে আগের মতো ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানাচ্ছে, ঝড়ের গতিপথ এখন ভারতের দিকে। সেখানে প্রচুর বৃষ্টি হচ্ছে। ঝড়ের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।