ঘূর্ণিঝড় বুলবুলে ২২ হাজার ৮শ’ হেক্টর ফসলি জমির ক্ষতি
- আপডেট সময় : ০৮:০২:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
ঘূর্ণিঝড় বুলবুলে ২২ হাজার ৮শ’ হেক্টর ফসলি জমির ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ হয়েছেন অর্ধ লাখের বেশি কৃষক। খুলনা, সাতক্ষীরা, বাগেরহাটসহ মোট ১৬টি জেলার কৃষি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানান, কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। ক্ষতিগ্রস্থ কৃষকদের ঋণ মওকুফের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের সাথে আলোচনা করবেন বলে জানান তিনি।
ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে রোপা আমন, শীতকালীন সবজি, সরিষা, পান ও ডাল ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মোট ৭২ হাজার দুই’শ বারো মেট্রিক টন ফসলের ক্ষতি হয়েছে।
এসব তথ্য জানিয়ে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, অর্থ মন্ত্রণালয়ের কাছে অর্থ চাওয়ার আগে কৃষির সর্বমোট ক্ষতির পরিমাণ নিরুপন করবে তার মন্ত্রণালয়। পরে, ক্ষতিগ্রস্থ কৃষকদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।
মন্ত্রী বলেন, বেসরকারি ব্যাংকগুলো কৃষিখাতে লোকদেখানো কিছু প্রকল্প হাতে নিলেও, প্রকৃত কৃষক এতে লাভবান হয় না।
কৃষকদের ঋণ দিতে ব্যাংকগুলোকে উৎসাহিত করার পাশাপাশি, ঋণ মওকুফের উদ্যোগ নেয়া হবে বলেও জানান কৃষিমন্ত্রী।