ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে জনগণকে সুরক্ষায়, পদক্ষেপ নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৪:০১:৩৬ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / ১৬৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ঘূর্নিঝড় মোখার আঘাত থেকে জনগণকে সুরক্ষায় সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, আইইবি-র ৬০তম সমাবর্তনে একথা বলেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে মেধা ও প্রজ্ঞা দিয়ে দেশ ও জাতীর সেবায় নিজেদের নিয়োজিত রাখতে প্রকৌশলীদের প্রতি আহ্বান জানান তিনি। সরকার প্রধান বলেন, সামরিক শাসকদের তৈরী করা দলগুলো শুধু নিজেদের ভোগ বিলাসে ব্যস্ত।
আর আওয়ামী লীগ জনগণকে স্বপ্ন দেখায় এবং আত্মবিশাসী করে গড়ে তুলে। বাংলাদেশের অগ্রযাত্রা কেউ যেনো ব্যাহত করতে না পারে সেব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন শেখ হাসিনা। আগামীতে আইসিটি ডিভাইস রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সরকারের লক্ষ্য বলেও জানান তিনি। জ্বালানী ও কৃষিতে আর ভর্তূকির বোঝা টানা সম্ভব না জানিয়ে সবাইকে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী।