ঘোষণা ছাড়াই রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ
- আপডেট সময় : ০৭:১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ এপ্রিল ২০২২
- / ১৫৪২ বার পড়া হয়েছে
ঘোষণা ছাড়াই রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন শ্রমিকরা। বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে কর্মবিরতি চলছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
মঙ্গলবার ভোর ছয়টা থেকে কর্মবিরতি পালন করছেন শ্রমিকেরা। দুপুর ১১টা পর্যন্ত রংপুর নগরীর কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ড থেকে দূরপাল্লার কোন বাস ছেড়ে যায়নি। তবে কর্মবিরতির আওতামুক্ত রয়েছে এনা পরিবহন এবং শাহ্ ফতেহ আলী পরিবহন। কামারপাড়া ঢাকা কোচ স্ট্যান্ডে অলস সময় কাটাচ্ছেন চালক ও শ্রমিকরা। কাউন্টার থেকে টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছে। এতে বিপাকে পড়েন অগ্রমি টিকিট কেটে রাখা যাত্রীরা। শ্রমিকরা জানান, বেতন-ভাতা বৃদ্ধি, সড়কে পুলিশী হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে ভোর থেকে কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। সমস্যা সমাধানে ঢাকায় পরিবহন মালিক-শ্রমিকদের বৈঠকে বসার কথা রয়েছে। সেখান থেকে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।