ঘোষিত নতুন কঠোর বিধিনিষেধ শুরুর আগেই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী পারাপার বেড়ে গেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:১৬ অপরাহ্ন, শনিবার, ২৬ জুন ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
ঘোষিত নতুন কঠোর বিধিনিষেধ শুরুর আগেই শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে যাত্রী পারাপার বেড়ে গেছে। সকাল থেকে ফেরিঘাটে যানবাহনের চাপ ছিলো চোখে পড়ার মতো।
মাওয়া নৌ-পুলিশের পরিদর্শক সিরাজুল কবির জানান, বিভিন্ন গণপরিবহন বন্ধ থাকায় ঘাটে যাত্রীরা পায়ে হেঁটে আসছে। ১৪টি ফেরি জরুরী সেবার যানবাহন ও অ্যাম্বুলেন্স পারাপারের জন্য ব্যবহৃত হচ্ছে। তবে মানবিকতা বিবেচনায় আহুত যাত্রী ও ব্যাক্তিগত যানবাহনও পার করতে হচ্ছে। মুন্সীগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুমন দেব জানান, ঢাকা-মাওয়া মহাসড়কে ট্রাফিক ও জেলা পুলিশের একাধিক চেকপোস্ট রয়েছে। প্রয়োজন ছাড়া কোন যানবাহন ঘাটমুখী হতে দেয়া হচ্ছে না। তাছাড়া প্রতিটি উপজেলাসহ জেলা সদরেই ৬টি চেকপোস্ট বসানো হয়েছে।