ঘোড়াশাল সার কারখানার ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০০:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী ২০২১
- / ১৫২১ বার পড়া হয়েছে
নরসিংদীর ঘোড়াশাল ইউরিয়া সার কারখানার নির্মিতব্য ফ্যক্টরী ভবনের পাইলিংয়ের সময় তিতাস গ্যাসের পাইপলাইন ফুটো হয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
দুপুর ১২টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘোড়াশাল, পলাশ এবং নরসিংদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। নরসিংদীর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক নুরুল ইসলাম জানান, সকাল থেকেই ঘোড়াশাল সার কারখানার অভ্যন্তরে প্রতিষ্ঠানটির নব-নির্মিতব্য ফ্যক্টরী ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। পাইলিংয়ের কাজ গ্যাসের পাইপ লাইনে পৌঁছেলে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এতে একটি পাইলিং মেশিন পুড়ে যাওয়া ছাড়া অন্য কোন ক্ষয়ক্ষতি হয়নি।