চকরিয়ায় ৫ ভাই নিহতের ঘটনা : গুরুতর আহত আরেক ভাইয়ের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
কক্সবাজারের চকরিয়ায় পিকআপের ধাক্কায় ৫ ভাই নিহতের ঘটনায় গুরুতর আহত আরেক ভাই রক্তিম সুশীল মারা গেছেন। এ নিয়ে একই দূর্ঘটনায় প্রাণ গেলো ৬ ভাইয়ের।
সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মাথা, হাত, পা ও পাঁজরে আঘাতপ্রাপ্ত রক্তিমকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। গেল ৮ ফেব্রুয়ারি ভোরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া মালুমঘাট এলাকায় ১০ দিন আগে মারা যাওয়া বাবার জন্য পূজা দিয়ে বাড়ী ফেরার পথে একসঙ্গে রাস্তা পার হচ্ছিলেন ৭ ভাই এক বোনসহ ১০ জন। এসময় কক্সবাজারমুখি একটি পিকাপ তাদের ধাক্কা দিলে ৫ ভাই নিহত এবং ৩ ভাই-বোন গুরুতর আহত হয়।