চট্টগ্রামকে মডেল সিটি কর্পোরেশনে পরিণত করার প্রতিশ্রুতি নতুন মেয়রের
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:২১:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
আগামী ৫ বছরে চট্টগ্রামকে একটি মডেল সিটি কর্পোরেশনে পরিণত করার প্রতিশ্রুতি দিয়েছেন নব নির্বাচিত মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
নির্বাচিত হবার পর সকালে নিজের বাসভবনে ডাকা সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেন তিনি। এছাড়া সবকটি উন্নয়ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে সবার পরামর্শ নিয়ে চট্টগ্রামের উন্নয়নে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস ও মাদকমুক্ত নগরী গড়ে তোলার ঘোষণাও দেন তিনি। একই সাথে বিএনপি ও জামায়াতের অপপ্রচারে কান না দিয়ে সত:স্ফুর্তভাবে নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করায় চট্টগ্রামবাসীকে ধন্যবাদও দেন নব নির্বাচিত এই নগরপিতা।