চট্টগ্রামসহ ৫ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একশ’ ছাড়িয়েছে

- আপডেট সময় : ০২:০২:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০
- / ১৫৬১ বার পড়া হয়েছে
চট্টগ্রামসহ ৫ জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা একশ’ ছাড়িয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। স্বাস্থ্য বিভাগ বলছে, আক্রান্তের পরিসংখ্যন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে থাকলেও, রোগটি বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ায় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আর বিশিষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সংক্রমনের তৃতীয় পর্যায়ে এসে সবাই সতর্ক না হলে, করোনা প্রতিরোধ কঠিন হবে।
গেল এক মাসে ফৌজদারহাটের এই বিআইটিআইডি হাসপাতালে প্রায় দেড় হাজার কোরোনা উপসর্গ থাকা রোগীর নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে একশো ২ জনের রিপোর্টে করোনা ভাইরাস পজেটিভ এসেছে। আক্রান্তদের মধ্যে ৬৬ জনই চট্টগ্রামের বিভিন্ন এলাকার বাসিন্দা। এর মধ্যে সবচেয়ে বেশী সাতকানিয়ায়, এরপরই নগরীর দামপাড়া, হালিশহর, পতেঙ্গা, সাগরিকা, বালুছড়া, লোহাগাড়া, বাঁশখালী, হাটহাজারী, ফটিকছড়িসহ অন্তত ২৫টি এলাকা থেকে আক্রান্ত রোগী সনাক্ত হয়েছে। আর এটিই উদ্বেগের কারণ হিসেবে দেখছেন সিভিল সার্জন।
বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, সংক্রমণের তৃতীয় পর্যায়ে রয়েছে চট্টগ্রাম। পরীক্ষা সক্ষমতার সীমাবদ্ধতার কারণে আক্রান্তের প্রকৃত চিত্র এখনো আসেনি। তাই বলে উদাসীন থাকলে বিপর্যয় নেমে আসবে বন্দর নগরীতে। আর স্বাস্থ্য বিভাগ বলছে, সক্ষমতার সবটুকু ব্যবহার করে দুর্যোগ মোকাবিলার চেষ্টা করছেন তারা। জনগণ সচেতন না হলে বড় ধরনের বিপর্যয় নামবে। চট্টগ্রামের করোনা আক্রান্ত রোগীদের মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন, আক্রান্ত রোগীদের প্রতি অন্যরা মানবিক হলে সুস্থ হওয়ার পরিমাণ আরো বাড়বে।