চট্টগ্রামের আনোয়ারায় গাছ কাটা ও জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধ দুই পরিবারের
- আপডেট সময় : ০৮:৫১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ জানুয়ারী ২০২২
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বাগানে গাছ লাগানো আর কাটাকে কেন্দ্র করে চট্টগ্রামের আনোয়ারার দুটি পরিবারের মধ্যে বিরোধ ধীর্ঘ দিনের। প্রথমে ঝগড়া অত:পর হাতাহাতি মারামারি। সালিশ দরবারেও মেটেনি বিরোধ। তাই সমস্যা সমাধানে দ্বারস্ত হতে হয়েছে থানা পুলিশের কাছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনার দাবি স্থানীয়দের।
গত ১৫ জানুয়ারী বাগানে গাছ কাটাকে কেন্দ্র করে নুর বানু ও আলাউদ্দিনের পরিবারের সদস্যদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ঝগড়া রুপ নেয় হাতাহাতিতে। নুরবানু ও তার অন্তঃসত্বা বোনকে লাথি মেরে মাটিতে ফেলে উপর্যুপরি মারধর করতে থাকে আলাউদ্দিন ও তার সহযোগীরা।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় বাসিন্দা খোরশেদ উল্লাহ ঝগড়া থামাতে এগিয়ে আসে। এতে প্রতিপক্ষরা আরো উত্তেজিত হয়ে পড়ে।
গাছ কাটা ও জমি সংক্রান্ত বিরোধ দুই পরিবারের দীর্ঘদিনের বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি।
লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানানো হয় পুশিশের পক্ষ থেকে।
দুই পরিবারের মধ্যে আপোষ মিমাংসার মধ্যমে শান্তিপূর্ন সহঅবস্থান চান স্থানীয়রা।