চট্টগ্রামের আলুর আড়তে অভিযান, ১০ আড়তদারকে দেড় লাখ টাকা জরিমানা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৪:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
চট্টগ্রামের রেয়াজ উদ্দিন বাজারের আলুর আড়তে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় বেশি দামে আলু বিক্রির দায়ে ১০ আড়তদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান চলে। অভিযানে নেতৃত্বদানকারী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক জানান, সরকারের বেধে দেয়া ৩০ টাকা কেজিতে পাইকারী বাজারে আলু বিক্রির বিষয়টি মনিটরিং করতেই এই অভিযান পরিচালিত হয়। তবে অধিকাংশ আড়তেই সরকার নির্ধারিত দামের বাইরে ৩৫ থেকে ৩৮ টাকা কেজিতে আলু বিক্রি করতে দেখা গেছে। এমন ১০ জন আড়তদারকে জরিমানাসহ অন্যদেরকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে বাজার অস্থির করার চেষ্টা করলে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলেও হুশিয়ারি দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।