চট্টগ্রামের ঈশানমিস্ত্রি হাট বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
- / ১৫১৮ বার পড়া হয়েছে
চট্টগ্রামের ঈশানমিস্ত্রি হাট বাজারে অভিযান চালিয়ে ৬ হাজার লিটার ভোজ্য তেল জব্দ করেছে রেব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই সাথে করা হয়েছে জরিমানা।
চট্টগ্রামের বন্দরটিলা এলাকার ঈশানমিস্ত্রি হাট বাজারে অভিযান চালিয়ে একটি দোকান ও গুদাম থেকে ৬ হাজার লিটার ভোজ্য তেল উদ্ধার করেছে রেব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সকালে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। এসময় দোকান, গুদাম ও রাস্তার পাশে রাখা ড্রামভর্তি সয়াবিন তেল উদ্ধার হয়। উদ্ধার করা তেল ন্যায্যমুল্যে বিক্রি করার পাশাপাশি অবৈধ মজুদের অভিযোগে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।