চট্টগ্রামের করোনা টিকা কেন্দ্রগুলোতে নাটকিয় ঘটনা ঘটছে প্রতিনিয়ত
- আপডেট সময় : ০৩:১৯:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অগাস্ট ২০২১
- / ১৫২৭ বার পড়া হয়েছে
কেউ চায় ফাইজারের টিকা, কারো ধারণা মর্ডানার টিকাই করোনা প্রতিরোধে সবচেয়ে বেশি কার্যকর, কেউ আবার আস্থা রাখতে চান অ্যাস্ট্রাজেনেকার ওপর। পছন্দের কোম্পানীর টিকা না পেয়ে কেন্দ্র থেকে ফিরে যাওয়া কিম্বা এসএমএস আসার পরও টিকা নেয়ার আগ্রহ না দেখানোর নজিরও আছে। চট্টগ্রামের করোনা টিকা কেন্দ্রগুলোতে এমন নাটকিয় ঘটনা ঘটছে প্রতিনিয়ত। চিকিৎকরা বলছেন, টিকা গ্রহকারীদের এমন আচরণে বিব্রত তারাও।
মহামারি করোনা ভাইরাসকে প্রতিরোধে গেল ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকা দেয়া শুরু হয় সারাদেশে। শুরুতে তেমন আগ্রহ না থাকালেও সুফল আসায় এখন চাহিদা বেড়েছে টিকার ।
তাই চট্টগ্রামের কেন্দ্রগুলোর সামনে টিকা প্রত্যাশীদের এমন দীর্ঘ লাইন এখন প্রতিদিনের চিত্র। তবে অধিকাংশেরই রয়েছে আলাদা আলাদা কোম্পানীর টিকা পাওয়ার প্রত্যাশা।
চট্টগ্রামের টিকা কেন্দ্রগুলোতে এমন নাটকিয়তা যেন নিত্য দিনের ঘটনা। কেন্দ্রগুলোর দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা বলছেন, সবগুলো কোম্পানীর টিকাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদিত। আর সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের কারণেই টিকা নিয়ে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। চট্টগ্রামে এ পর্যন্ত ১৬ লাখ মানুষকে টিকার আওতায় এনেছে স্বাস্থ্য বিভাগ। রেজিষ্ট্রেশনের পর অপেক্ষায় আছে আরো ১০ লাখ মানুষ।