চট্টগ্রামের কাজীর দেউড়িবাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৬:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রামের কাজীর দেউড়িবাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সকালে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের নিয়ে নগরীর কাজীর দেউরী বাজার ও রেয়াজ উদ্দীন বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাজারে বেশী দামে পণ্য বিক্রির প্রমাণ মিললেও কাউকে জরিমানা করা হয়নি।ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ জানায়, বাজারে গরুর মাংস, মুরগী এবং বেশকিছু ভোগ্যপণ্যে বেশী দাম রাখার প্রমাণ মিলেছে। এ জন্য বিক্রেতাদের মূল্যতালিকা সংশোধন করে সতর্ক করা হয়। ভবিষ্যতে বেশী মূল্য রাখা হলে জরিমানা করা হবে।