চট্টগ্রামের চুনতি বাজারে অগ্নিকাণ্ডে ১২ দোকান ভষ্মিভুত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি বাজারে অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১২ দোকান ভষ্মিভুত হয়েছে। সকালে হঠাৎ করেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাজারের একটি ডিজেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুনের সুত্রপাত। পরে তা মুহুর্তেই পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে। গ্যাস সিলিন্ডার ও তেলের দোকান হওয়ায় ভয়ে সাধারণ মানুষ আগুন নেভাতে এগিয়ে যায়নি। ফায়ার সার্ভিসের গাড়িও আসতে দেরি করায় আগুনে ভষ্মিভুত হয় পুরো মার্কেট। লোহাগাড়া ফায়ার সার্ভিস জানায়, ঘটনাস্থলট উপজেলা সদর থেকে অনেক দূরে হওয়ায় পৌঁছুতে সময় বেশি লেগেছে। তবে দুই ইউনিটের ঘন্টা খানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক ভাবে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে। মার্কেট বন্ধ থাকায় আগুনে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।