চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪১:১০ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
- / ১৫২২ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের ডাকা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বিএসবিআরএ। দুপুরে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সঙ্গে বৈঠকের পর কাল থেকে ফের জাহাজ কাটার ঘোষণা দিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার রাতে ৪টি শিপ ব্রেকিং ইয়ার্ডে অভিযান চালায় ভ্যাট কমিশন। এসময় মালিকদের লাঞ্ছিত ও অফিস তছনছ করার অভিযোগে ধর্মঘটের ডাক দেয় জাহাজ ভাঙ্গা শিল্প মালিকদের সংগঠন বিএসবিআরএ। কর্মসুচীর কারণে সকাল থেকে সীতাকুণ্ডের ৬০টি কারখানায় স্ক্র্যাপ উৎপাদন বন্ধ হয়ে যায়। এতে কাঁচামালের যোগান না পেয়ে অনেক রিরোলিং মিলে চাপ পড়ে। দুপুরের পর বিএসবিআরএ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আকবর হোসেন। প্রায় দুই ঘন্টা বৈঠক শেষে কর্মসুচী প্রত্যাহারের ঘোষণা দেন বিএসবিআরএ’র ভারপ্রাপ্ত সভাপতি জহিরুল ইসলাম রিঙ্কু।