চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:৩২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
চট্টগ্রামের জিইসি মোড়ে হোটেল পেনিনসুলার বেজমেন্টের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩ টি ইউনিটের ৯ টি গাড়ি ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস জানায়, মঙ্গলবার ভোর পৌনে ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বেজমেন্টের মোটর রুম থেকে ধোয়ার কুন্ডলী বের হতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেয় কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে হোটেলে অবস্থান করা গেস্টদের পাশাপাশি আশপাশের এলাকায়ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। দমকল বাহিনীর তৎপরতায় আগুন বেজমেন্টের ভেতরেই নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। মোটরের রুমের সর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস।